কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ ২০২১ এর রাজ্য বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই এগোচ্ছে বিজেপি। তাই দিল্লি থেকে বারংবার উড়ে আসছেন বিজেপির শীর্ষ নেতৃত্বরা। মোদী – শাহর মত হেভিওয়েট বিজেপি নেতাদের এখন মুূল লক্ষ বাংলার মসনদ।
আগামীকাল ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরুলিয়াতে সভা রয়েছে তাঁর। পাশাপাশি ২০ মার্চ প্রধানমন্ত্রী সভা করবেন খড়গপুরে, ২১ মার্চ সভা করবেন বাঁকুড়াতে, ২৪শে মার্চ সভা করবেন কাঁথিতে। শেষ সভা অর্থাৎ কাঁথিতে শুভেন্দু অধিকারীর সমর্থনে। সেখানে অধিককারী পরিবারের কর্তা শিশির অধিকারী থাকবেন কিনা, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
পুরুলিয়াতে আগামীকাল সভা রয়েছে মোদীর।মূলত জঙ্গলমহলের ভোটকেই নিশান করছে বিজেপি বলে রাজনৈতিক ওয়াকিবহাল মহলের ধারণা। পাশাপাশি ২০ মার্চ প্রধানমন্ত্রী সভা করবেন খড়গপুরে, ২১ মার্চ সভা করবেন বাঁকুড়াতে, ২৪শে মার্চ সভা করবেন কাঁথিতে। শেষ সভা অর্থাৎ কাঁথিতে অধিকারী পরিবারের শিশির অধিকারী থাকবেন কিনা, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।