কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ আগামীকাল রবিবার ৭ মার্চ বিগ্রেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাই ভোল্টেজ জনসভা। রাজ্যে প্রথম দফার নির্বাচনের আগে মোদীর বিগ্রেডকে সফল করতে শেষ মুহূর্তের প্রস্তুতি এখন গেরুয়া শিবিরে। রাজ্য বিজেপি নেতৃত্বের দাবি মোদীর এই বিগ্রেডে কমপক্ষে ১২ লাখ জনসমাগম হবে। যারজেরে স্তব্ধ হবে কলকাতা।
ব্রিগেড ময়দান ভরাতে সব রকম উদ্যোগ নিয়েছে বিজেপি। ব্রিগেডের পুরো ময়দানকে বেশ কয়েকটি ভাগে ভাগ করে সাউন্ড সিস্টেম লাগানো হচ্ছে। থাকছে জয়েন্ট স্ক্রিন। এ ছাড়া মূল মঞ্চের পাশে থাকছে আলাদা দুটি মঞ্চ। মূল মঞ্চে নরেন্দ্র মোদি ও অন্যান্য প্রথম সারির নেতৃত্ব থাকবেন। অন্য দুটি মঞ্চে থাকবেন বিজেপি-র অন্য নেতৃত্ব। এটা হচ্ছে বিজেপি-র ব্রিগেড সমাবেশের প্রস্তুতি।
ইতিমধ্যেই বিভিন্ন দূরবর্তী জেলাগুলির থেকে দলীয় নেতা, কর্মীরা এসে পৌঁছাতে শুরু করেছেন কলকাতায়। বিগ্রেডের সমর্থনে রাজ্যজুড়ে প্রচার, মিটিং, মিছিল সারা হয়েছে সবধরনের প্রস্তুতি। শহরের বিভিন্ন স্থানে বসানো হচ্ছে জায়ান্ট স্ক্রিন। যারা বিগ্রেড পর্যন্ত পৌঁছাতে পারবেননা তাঁরা যেন জায়ান্ট স্ক্রিনে মোদীর ভাষণ শুনতে পান। এছাড়াও মোদীর বিগ্রেডের অন্যতম তারকা আকর্ষণ হতে চলেছেন অক্ষয় কুমার। উপস্থিত থাকতে পারেন মিঠুন চক্রবর্তীও।