আগামীকাল ফের রাজ্যে মোদী,সভা করবেন কোচবিহার ও হাওড়ায়
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ বাংলা কে পাখির চোখ করেই এগোচ্ছে বিজেপি। দফায় দফায় দিল্লি থেকে উড়ে আসছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডার মত শীর্ষ নেতৃত্ব। আগামীকাল ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রাজ্যে এসে প্রথমেই মোদীর সভা কোচবিহারে। উত্তরবঙ্গ থেকে সভা সেরে তিনি সোজা চলে আসবেন হাওড়ায়। দলীয় প্রার্থীদের সমর্থনে প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এছাড়াও আগামী ১৭ এপ্রিল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে সভা করবেন মোদী। ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর সভা মুর্শিদাবাদে। এরপর ২২ এপ্রিল আসানসোল ও মালদহ, ২৩ এপ্রিল কলকাতায় সভা-রোড শো করার পরিকল্পনা আছে মোদীর।
আটদফার নির্বাচনের ২ টি দফা ইতিমধ্যেই সম্পুর্ন। আগামীকাল তৃতীয় দফার নির্বাচন। স্বাভাবিক ভাবেই রাজ্যজুড়ে বাড়ছে নির্বাচনী উত্তাপ।