আগামীকাল শহীদমিনারে মোদীর সভা
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ সারা দেশের পাশাপাশি বাংলাতেও করোনা সংক্রমণ ভয়াবহ চেহারা নিয়েছে। একেরপর এক রাজনৈতিক প্রার্থীরা আক্রান্ত হচ্ছেন। সাধারণ মানুষ থেকে রাজনৈতিক ওয়াকিবহাল মহল সকলেই এই পরিস্থিতির জন্য দায়ী করছেন রাজ্যের দীর্ঘ নির্বাচনী প্রক্রিয়াকে। এমতাবস্থায় দাঁড়িয়েও আগামীকাল শহীদ মিনারে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও তাতে উপস্থিত থাকবেন মাত্র ৫০০ জন।
করোনাবিধি মেনে শহিদ মিনারে ৫০০ জনকে নিয়ে সভা। কিন্তু কলকাতা হয়ে উঠবে মোদীময়। ২৩ এপ্রিলের জন্য এমনটাই পরিকল্পনা করেছে বিজেপি নেতৃত্ব। করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোদীর ২২ এপ্রিলের সভা বাতিল করে তা ২৩ এপ্রিল করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।
করোনা বিধি মেনে শহীদ মিনারের সভায় উপস্থিত না থাকতে পারলেও কর্মীরা যাতে প্রধানমন্ত্রী তথা দলের শীর্ষতম নেতার ভাষণ শোনা থেকে বঞ্চিত না হন তার জন্য বিভিন্ন ওয়ার্ডে ব্যবস্থা করা হচ্ছে এলইডি স্ক্রিনের।