কোলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করে দিয়েছেন তিনি লড়াই করবেন নন্দীগ্রাম আসন থেকে। ২৯৪ টা আসনের মধ্যে বাকি রইল ২৯৩ টা আসন। আগামীকাল এই ২৯৩ টি বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করতে চলেছে তৃণমূল। কয়েক দফায় নয় একেবারে ২৯৩টি আসনে ঘোষণা করা হবে প্রার্থীদের নাম। দলীয় সূত্রের খবর প্রার্থী তালিকায় থাকবে চমক।
এবার এক ঝাঁক টেলি তারকা তৃণমূলের প্রার্থী হতে চলেছেন বলে জানা যাচ্ছে। এই তালিকায় থাকছেন এই তালিকায় থাকছেন টলিউডের একগুচ্ছ তারকারা । জানা যাচ্ছে জুন মালিয়া, সোহম চক্রবর্তী , রাজ চক্রবর্তীরা এবার তৃণমূলের
প্রার্থী হতে চলেছেন।
এবারের প্রার্থী তালিকায় সবচেয়ে বড় বিষয় হচ্ছে ৮০ বছর বা তার বেশি যেসব বিধায়কের বয়স তাঁদের আর এবার প্রার্থী করা হবে না। এছাড়াও জানা যাচ্ছে জয়ী প্রার্থীদের ক্ষেত্রেও বিধানসভার আসন পরিবর্তিত হতে পারে। মহিলা প্রার্থীদের অগ্রাধিকার থাকবে। যেসব প্রবীণ বিধায়করা বয়সজনিত কারণে টিকিট পাবেননা তাঁদের ভোট প্রচারের কাজে ব্যবহার করা হবে। শুভেন্দু অধিকারী,রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত একগুচ্ছ হেভিওয়েট বিজেপিতে যোগদানের ফলে চাপ বেড়েছে জোড়াফুল শিবিরের। তাই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার অপেক্ষায় এখন রাজ্যের রাজনৈতিক মহল।