চুলের পরিচর্যা
এই পরিচর্যা পুরুষ এবং মহিলা দুজনেই করতে পারেন যেমন টা বলা হয়েছে এখানে।
প্রতি নিয়ত চুল ঝরে পড়ছে?
চুলের যত্ন কি ভাবে করবেন বুঝে উঠতে পারছেন না?
চুলের পরিচর্যা করা র জন্য আজকে আমি 3 টে উপায় বলবো।এই উপায় গুলো ব্যবহার করলে আপনারা ফল পাবেনই।তাহলে শুরু করছি।
খুদেকেশরির ব্যাবহার;
প্রথমে খুদেকেশরির গাছ কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিন।এর পরে গাছ গুলি থেকে রস বার করে নিন।এবার ওই রস এর মধ্যে 4 tsp নারকেল তেল দিন আর আঁচে একটু ফুটিয়ে নিন।এরপরে মাথায় 10 মিনিট ধরে ম্যাসাজ করে নিন।
রক্ত জবার ব্যাবহার;
প্রথমে রক্ত জবা ফুল ও পাতা নিন।এরপরে ওই গুলো ভালো করে ধুয়ে নিয়ে শুকিয়ে নিন। এর পরে ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নিন। পেস্ট টির মধ্যে 2 চামুচ নারকেল তেল দিয়ে আঁচে ফুটিয়ে নিন।তারপরে ভালো করে ম্যাসাজ করে নিন।
অ্যালোভেরার ব্যাবহার;
অ্যালোভেরার ভেতরের সাদা অংশ টা নিন।ওর মধ্যে কেস্টার ওয়েল নিয়ে ভালোকরে মিশিয়ে মেথি মাখুন।অ্যালোভেরা ত্বকের জন্য ও খুব ই উপকারী।
সাবধানতা: অ্যালোভেরা ব্যাবহার এর সময় সাদা অংশের ওপরে একটা স্তর থাকে ওই স্তর ফেলে দিয়ে অ্যালোভেরা ব্যাবহার করবেন।