কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
বারবার কানে হেডফোন দিয়ে পারাপার থেকে শুরু করে ট্রেনলাইন পার হওয়ার ক্ষেত্রে সচেনতা বাড়াতে তৎপর হয়েছে প্রশাসন ।কিন্তু মানুষ কিন্তু সচেতন হয়নি ।ট্রেনে কাটা পড়ে একসঙ্গে মৃত্যু হল চার কিশোরের ।এই মর্মান্তিক ঘটনা টি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়ার ধুমডাঙ্গী স্টেশন এলাকায় । এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । তখন তীব্র গতিতে লাইন দিয়ে ছুটে আসছে ট্রেন । বাজানো হয়েছে ট্রেনের হুইসেল ও । কিন্তু হুইসেলের আওয়াজ কানে পৌছায়নি ওই চার কিশোরের ।কারণ ওরা তখন ডুবে ছিল মোবাইল ফোনে । কানে হেডফোনের পাশাপাশি তাদের চোখ ছিল মোবাইল স্ক্রীনে । ফলে কোনও ভ্রক্ষেপ ছিলনা তাদের । সেই কারণে তারই মাসুল দিতে হল তাদের নিজেদের জীবন দিয়ে ।
স্থানীয় সূত্রে খবর , গতকাল রাতে ওই চার কিশোর রেললাইনের উপর দিয়ে কানে হেডফোন গুঁজে হেঁটে যাচ্ছিল ।আর ঠিক সেই সময় ডাউন লাইনে ছুটে আসছিল আগরতলা-দেওঘর এক্সপ্রেস । তা দেখতে পেয়ে অনেকে চিৎকার করেছিলেন । ট্রেনও হুইসেল বাজিয়ে এগিয়ে আসছিল । কিন্তু তার কিছুই ওই চার কিশোরের কানে পৌছায়নি ।
মুহুর্তের মধ্যে চলন্ত ট্রেনে কাটা পড়ে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় তাদের দেহ ।এই ঘটনার পরই ছুটে আসেন স্থানীয়রা ।কিন্তু তখন আর কিছুই করার নেই ।রেললাইন জুড়ে শুধুই রক্তাক্ত ক্ষতবিক্ষত ছিন্নবিছিন্ন মৃতদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও ।মৃতরা প্রত্যেকেই চোপড়ার কোনাগছ গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে ।তবে তাদের পুরো পরিচয় এখনও অজানা ।এদিকে সরকারি ভাবে ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ ।এই পুরো ঘটনার তদন্ত করছে রেল পুলিশ ।