25 C
Kolkata
25 C
Kolkata
বৃহস্পতিবার, মার্চ 30, 2023

তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রকে ফোনে খুনের হুমকি, গ্রেফতার বিজেপি কর্মী

টলিউড অভিনেত্রী তথা সোনারপুর দক্ষিণের তৃণমূল কংগ্রেসের (TMC) বিধায়ক লাভলি মৈত্রকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। ফোনে লাভলিকে প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। সেইসঙ্গে হোয়াটসঅ্যাপে অশালীন ভাষায় মেসেজ করা হয় তৃণমূল বিধায়ককে। এই অভিযোগে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে, ধৃত বিজেপি কর্মীর নাম সৌমেন ঘোষাল। তিনি বর্ধমানের গলসির বাসিন্দা। আপাতত তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ আধিকারিকরা। তথ্যপ্রযুক্তি আইনে দায়েরও হয়েছে মামলা।

জানা গিয়েছে, সম্প্রতি ধরেই ফোনে ওই ব্যক্তি বিরক্তি করছিলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলিকে। বারংবার খুনের হুমকি কিংবা দেখে নেওয়ার কথা বলা হচ্ছিল। এরপর ফোন নম্বর ব্লক করে দেওয়ার পরও থামেননি বর্ধমান গলসির বাসিন্দা সৌমেন ঘোষাল। এরপর হোয়াটসঅ্যাপে ফোন এবং ম্যাসেজ করে অশালীন মন্তব্য করা হয় লাভলিকে। শুধু তাই নয়, সেখানেও দেওয়া হয় খুনের হুমকি। পাশাপাশি প্রত্যেকটি মেসেজের শেষে লেখা ছিল, ‘বিজেপি জিন্দাবাদ।’ এরপরই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন লাভলি। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। তখনই সামনে আসে গলসির সৌমেন ঘোষালের নাম। এরপর শুক্রবার রাতেই বর্ধমান থেকে গ্রেপ্তার করা হয় ওই বিজেপি কর্মীকে। বাজেয়াপ্ত করা হয় তাঁর ফোন। কী কারণে তিনি এই কাজ করছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ৷

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.