তৃণমূল এ যোগ দিলেন নীল ও তৃনা। রিয়েল লাইফের নিখিল- তৃণা, রিল লাইফে যারা নীল- গুনগুন বলেই খ্যাত।

0
153

কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ তাঁদের জীবনের পথে গাঁটছড়া বাধার দিন উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যৃমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুঞ্জন ছিল সেদিন থেকেই। অবশেষে শনিবারের বারবেলায় তৃণমূলে যোগ দিলেন টেলি তারকা রিয়েল লাইফের নিখিল- তৃণা, রিল লাইফে যারা নীল- গুনগুন বলেই খ্যাত। দিদির স্নেহ পাওয়া তাঁর কাছে সৌভাগ্যের বিষয়। তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিয়েই জানালেন ‘খড়কুটো’র গুনগুন মানে তৃণা সাহা (Trina Saha)। ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের নিখিল অর্থাৎ নীলের কাছে পুরোটাই ছিল ‘ফ্যানবয় মোমেন্ট’। সক্রিয় রাজনীতিতে যোগ দিয়ে শনিবার এমনই প্রতিক্রিয়া দিলেন টেলিভিশনের তারকা দম্পতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.