34 C
Kolkata
34 C
Kolkata
রবিবার, মার্চ 26, 2023

মোদীর প্রতীক্ষায় প্রহর গুনছে টুঙ্গিপাড়া- ওড়াকান্দি

 

কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মতুয়াদের তীর্থস্থান কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি প্রস্তুত হয়েছে।

শনিবার মোদীর টুঙ্গিপাড়ায় এসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। পরে সেখান থেকে তিনি ওড়াকান্দিতে মতুয়াবাদের প্রবর্তক হরিচাঁদ ঠাকুরের হরিমন্দিরে পুজো দেবেন। এছাড়া ওড়াকান্দিতে ঠাকুর পরিবারের সদস্য ও মতুয়া প্রতিনিধিদের সঙ্গে তার মতবিনিময় করার কর্মসূচি রয়েছে।

উল্লেখ্য দুই দিনের সফরে শুক্রবার বাংলাদেশের স্বাধীনতা দিবসের সকালে ঢাকায় পৌঁছান নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দর থেকে সরাসরি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী। শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর বাঙালির স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের স্মরণে তিনি কিছু সময় নীরবতা পালন করেন।

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.