অসেচতন হাওড়া, বাড়ছে সংক্রমণ
অর্পিতা লাহিড়ী: সারা দেশে আছড়ে পড়েছে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। দিল্লি, উত্তরপ্রদেশ একাধিক রাজ্য ইতিমধ্যেই লকডাউন ঘোষণা করেছে। এই রাজ্যেও তার প্রভাব পড়েছে। কলকাতার পাশাপাশি হাওড়া জেলার অবস্থাও যথেষ্ট উদ্বেগের।
হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্যআধিকারিক ডাঃ ভবানি দাস জানালেন ১৪ থেকে ১৫ % বেড়েছে সংক্রমণ। বালটিকুরি ইএসআই হাসপাতালে ৪০০টি
সত্যবালা ৫০, টি এল জয়সওয়াল ২৫০ টি শয্যা কোভিড আক্রান্ত দের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।
তবে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে থাকলেও সাধারণ মানুষের মধ্যে নেই সচেতনতা। মঙ্গলবার হাওড়ায় বসে এশিয়ার বৃহত্তম মঙ্গলাহাট। দেখা গেল বেশিরভাগ বিক্রেতার মুখে মাস্কের কোন বালাই নেই। ক্যামেরা আর মাইক্রোফোনের সামনে তাগিদ পড়ল মাস্ক পড়ার।। না পড়ার কারণও ব্যাখ্যা করলেন তাঁরা।
অন্যদিকে হাওড়ার পুলিশ প্রশাসন কোভিড প্রটোকল মেনে চলার জন্য মাইকে আবেদনও রাখছেন। তাঁদের কথায়
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
হাওড়া জেলা পরিষদ, হাওড়া জেলা হাসপাতাল, মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় সবই এই এলাকায় তবু নেই সচেতনতা, হাওড়া আছে হাওড়াতেই।