দ্বিতীয় দফায় চার জেলার ৩০ আসনে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ভোট পড়ল ৮০.৪৩%
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ হাইভোল্টেজ নন্দীগ্রামে ভোটগ্রহণে বিক্ষিপ্ত অশান্তি, এছাড়াও গোলমাল হয়েছে কেশপুরেও। নন্দীগ্রামের একটি বুথ থেকে ২ ঘন্টা পর বেরকরা হয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে। পুরো ঘটনার রিপোর্ট তলব করেছে কমিশন। তবে নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে বৃহস্পতিবার সাড়ে ৫টা পর্যন্ত ওই জেলাগুলির ৩০টি আসনে মোট ৮০.৪৩ শতাংশ ভোট পড়েছে।
বৃহস্পতিবার ভোট হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। সকাল ৭টা ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, সাড়ে ৫টা পর্যন্ত পূর্ব মেদিনীপুরে ৮১.২৩, পশ্চিম মেদিনীপুরে ৭৮.০৫, বাঁকুড়ায় ৮২.৭৮ এবং দক্ষিণ ২৪ পরগনায় ৭৯.৬৬ শতাংশ ভোট পড়েছে।