27 C
Kolkata
27 C
Kolkata
শনিবার, মার্চ 25, 2023

ভালো ড্রেস আপ করে সেজে গুজে থাকা জরুরি ওয়ার্ক ফ্রম হোম-এও কারণটা জেনে নিন

আপনার আলমারির সুন্দর fashionable ড্রেস গুলো নিয়ে কি করবেন?

ওয়ার্ক ফ্রম হোম হবার কারণে সাধারণত বাড়ির জামাকাপড় পরে বসে 8 কিংবা 10 ঘন্টা কাজ সেরে উঠে পড়ছেন। গত এক বছর ধরে প্রায় সমস্ত বিশ্ববাসী গৃহবন্দি। বিভিন্ন রকম কর্পোরেট সেক্টর, বিপিও সেক্টর এবং বেশির ভাগ IT সেক্টর গুলোতে কাজ চলছে কিন্তু সম্পূর্ণ ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতিতে, যার ফলে নিজেকে ওয়েল ড্রেসআপ করবার ইচ্ছে হারিয়েছেন বেশির ভাগ মানুষ।

কিন্তু বিশেষজ্ঞদের মতে, মহামারী জনিত কারণে কর্স্থমল এর স্থান পরিবর্তন হলেও কাজের জন্য সঠিক পোশাক মূল্যবোধ তৈরি করে মানুষকে পেশাদারিত্তের উপলব্ধি দেয়।

করোনার দ্বিতীয় আবহ রুখতে আবারো লক ডাউন-
গৃহবন্দি হবার কারণে প্রত্যেক দিন নিজেকে নতুন উপস্থাপন করার ইচ্ছে বা দেখার ইচ্ছে কমিয়ে দিয়েছেন বেশির ভাগ মানুষ। এটি বেশি লক্ষ করা যাচ্ছে চাকুরীজীবী মহিলাদের ক্ষেত্রে যেটা আরো বেশি উদ্বেগের কারণ হয়ে দারাচ্ছে ।

মহামারীর মধ্যে কোয়া(Qua) নামক ওয়ার্ক l azor বাড়ি থেকে কাজের সুবিধার জন্য ডিজাইন করে একটি নতুন সঙ্কলন যা ’embrace’ নামে পরিচিত। প্রয়োজন এর সঙ্গে তাল মিলিয়ে সঙ্কলন টি বিশাল সফলতা অর্জন করেছে।
এবিষয়ে কোয়ার প্রতিষ্ঠাতা রূপসী বলেন, “পোশাক আপনাকে অনুপ্রাণিত করতে পারে এবং পাশাপাশি আপনার উৎপাদনশীলতা বাড়াতে পারে। শার্ট, কো-অর্ডস এবং ড্রেসের ফ্লেয়ার এবং স্বচ্ছন্দ্যযুক্ত ফিটগুলি আরামের সঙ্গে কোনও আপস না করে পোষাক পরিধানকে সহজ করে তোলে।”

সঙ্কলনটির মূল পোশাকগুলি যেমন স্মার্ট কো-অর্ডস, ক্যাসুয়াল শার্ট, চিক এবং সুতির মতো প্রিমিয়াম কাপড় দিয়ে তৈরি, যা সর্বোত্তম শ্বাস-প্রশ্বাস নেওয়ার মতো এবং ঘরোয়া স্বাচ্ছন্দ্য দেয়।

এই পোশাক গুলো অবশ্যই চাকুরীজীবী মহিলাদের কাজের জীবনের ভারসাম্য রাখতে সাহায্য করছে।
সমীক্ষা করে দেখা গিয়েছে, সঠিক ড্রেস আপ কাজের মান বাড়াতে সহায়তা করে। ৮৮% চাকুরীরতা মহিলা ওয়ার্ক ফ্রম হোম হবার দরুন কাজ করবার সময়ে আত্মবিশ্বাস পান না এবং ৮৫% নারী সম্মত হন যে কাজের জন্য প্রপার ড্রেসআপ করবার ফলে তাদের উৎপাদনশীলতা আর কর্মক্ষমতা বাড়িয়ে তুলছে।

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.