চতুর্থ দফায় ঝরল রক্ত, শীতলকুচিতে গুলিতে নিহত ১৮ এর প্রথম ভোটার
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ আজ চতুর্থ দফায় চারটি বিধানসভা কেন্দ্রের ৪১ আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল সাতটা থেকে। কিন্তু সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে শীতলকুচি। উল্লেখ্য এই শীতলকুচিতেই কয়েকদিন আগে আক্রান্ত হন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।
মর্মান্তিক ঘটনা ঘটল কোচবিহার জেলার শীতলকুচিতে। চতুর্থ দফার ভোট গ্রহণের দিনেই রণক্ষেত্র কোচবিহারের শীতলকুচি। তৃণমূল-বিজেপি সংঘর্ষে চলল গুলি। শীতলকুচির পাঠানপুলিতে চলেছে গুলি। এক বিজেপি কর্মীর মাথায় গুলি লেগেছে বলে অভিযোগ।
যদিও তৃণমূলের দাবি তাঁদের কর্মীর গুলি লেগেছে মাথায়। মারা গিয়েছেন ১৮ বছরের যুবক। ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে শীতলকুচিতে।
শীতলকুচিতে ১৮ বছর বয়সের প্রথম ভোটার গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন। ভোটের লাইন তিনি গুলিবদ্ধ হন। বাড়ির লোকের দাবি আনন্দ বর্মণ বিজেপি সমর্থক। রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “বিজেপি হার্মাদদের আক্রমণে এই ঘটনা ঘটেছে। গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে কমিশন। (ছবি প্রতীকী)