রাজ্যে একদিনে মৃত ৭৩, সংক্রমিত সাড়ে ১৬ হাজার
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ সারা দেশে প্রতিদিনের সংক্রমণ কিছুটা কমলেও, উদ্বেগ বাড়াচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি। নতুন করে সংক্রমিতের পাশাপাশি বাড়ছে মৃত্যুর হার।
নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ১৬ হাজার মানুষ।করোনার মারণকামড়ে মৃত্যু হয়েছে ৭৩ জনের। যা অতীতের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়েছে।
রাজ্য স্বাস্থ্যদফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১৬ হাজার ৪০৩ জন। ফলে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লক্ষ ৭৬ হাজার ৩৪৫ জন।
নতুন আক্রান্তের মধ্যে শুধুমাত্র কলকাতায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৭০৮ জন। আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে আছে উত্তর ২৪ পরগনা। যেখানে গত একদিনে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪৫১ জন। তারপরেই রয়েছে হাওড়া। সেখানে সংক্রমিত হয়েছে ৯৯৩ জন। দক্ষিণ ২৪ পরগনায় ৯১৯ জনের শরীরে থাবা বসিয়েছে এই মারণ ভাইরাস। হুগলিতে আক্রান্ত হয়েছে ৮৪৩ জন।