বেলা সাড়ে বারোটা পর্যন্ত ট্রেন্ড ২০৮টি আসনে এগিয়ে তৃণমূল, ৮০ টি আসনে এগিয়ে বিজেপি। সংযুক্ত মোর্চা ২টি আসন
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ বেলা ১২.৩০: ২০৮টি আসনে এগিয়ে তৃণমূল। ৮০ টি আসনে এগিয়ে বিজেপি। সংযুক্ত মোর্চা ২টি আসন, তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা, জুন মালিয়া এগিয়ে। পিছিয়ে রাহুল সিনহা, শমীক ভট্টাচার্য।পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা, প্রাথমিক ফলাফলের নিরিখে বাংলায় অনেক এগিয়ে তৃণমূল
বেলা ১২.২৪: ভবানীপুরে এগিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়।কাশিপুর বেলগাছিয়ায় এগিয়ে অতীন ঘোষ।
বেলা ১২.১২: বোলপুরে ১০ হাজারের বেশি ভোটে পিছিয়ে বিজেপি।
সকাল ১১.৫১: পঞ্চম রাউন্ডের শেষেও নন্দীগ্রামে এগিয়ে শুভেন্দু, পিছিয়ে মমতা।
সকাল ১১.৫০: পূর্ব বর্ধমানে ১৬টি আসনের মধ্যে ১৫টি এগিয়ে টিএমসি। একটিতে বিজেপি।
সকাল ১১.৪৯: এগিয়ে থাকার নিরিখে ২০০ ছুঁল তৃণমূল কংগ্রেস। পূর্ব বর্ধমান ১৬টি আসনের মধ্যে ১৫টি এগিয়ে টিএমসি। একটি বিজেপি।
সকাল ১১.৪৭: আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পলকে পিছিয়ে এগোলেন সায়নী ঘোষ। তারকেশ্বরে পিছিয়ে স্বপন দাশগুপ্ত।
সকাল ১১.৪৬: ভোট গণনাকেন্দ্র ছাড়লেন অশোক ভট্টাচার্য।
সকাল ১১.৪৪: তৃণমূল এগিয়ে ১৯১ ও বিজেপি ৮২ আসনে এগিয়ে।
সকাল ১১.৪২: বারুইপুর পশ্চিমে এগিয়ে বিমান বন্দ্যোপাধ্যায়। মালদহ হরিশচন্দ্রপুরে টিএমসি এগিয়ে, রতুয়ায় টিএমসি, ইংলিশবাজারে বিজেপি, হবিবপুরে বিজেপি, গাজোলে টিএমসি।