পাঁচ জেলার ৩৪ আসনে ভোটগ্রহণ, বেলা আড়াইটে পর্যন্ত ভোট পড়েছে ৫৫.১%
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ সারা দেশের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলছে বাংলায় কোভিড সংক্রমণ। এই রাজ্যে ইতিমধ্যে পনেরো হাজার পেরিয়ে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। তার মাঝে সোমবার ভোটগ্রহণ হচ্ছে বাংলার পাঁচ জেলার ৩৪টি আসনে। এই দফায় ৩৭ জন মহিলা-সহ ২৬৮ জন প্রার্থী ভাগ্যপরীক্ষায় অবতীর্ণ হয়েছেন।
কমিশনের দেওয়া হিসেব অনুযায়ী বেলা আড়াইটে পর্যন্ত ভোটদানের হার ৫৫.১২%, দক্ষিণ দিনাজপুরে ৫৮.৯৬%, দক্ষিণ কলকাতা ৪১.৬৯%, মালদহ ৫৮.১৬%, মুর্শিদাবাদ ৬০.৫৩%, পশ্চিম বর্ধমান ৫০. ৭৮%
এক নজরে দেখে নেওয়া কোন কোন আসনে ভোটগ্রহণ চলছে
কলকাতায় যে ৪টি আসনে ভোট তা হল –
কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ
দক্ষিণ দিনাজপুর যে ৬টি আসনে ভোট হবে-
কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর
মালদাতে যে ৬টি আসনে ভোট
হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশচন্দ্রপুর, মালতিপুর, রতুয়া
মুর্শিদাবাদে যে ৯টি আসনে ভোট
ফরাক্কা, সুতি, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম
পশ্চিম বর্ধমানে যে ৯টি আসনে ভোট-
পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনি।