বাড়ছে সংক্রমণ, একদিনে গত ২৪ ঘন্টায় রাজ্যে আক্রান্ত প্রায় ১৬ হাজার, মৃত ৫৭
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ সোমবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে সপ্তম দফার নির্বাচন। ৫ জেলার ৩৪ আসনে চলছে ভোটগ্রহণ। তবে তার আগেরদিন অর্থাৎ রবিবারেও রাজ্যে বেলাগাম সংক্রমণ।
স্বাস্থ্য দফতরের বুলেটিন মোতাবেক এদিন রাজ্যে ১৫,৮৮৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। যার ফলে রাজ্যে সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে ৭,৪৩,৯৫০। মৃত্যু হয়েছে ৫৭ জনের। এর মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে কলকাতায়। ১৫ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। যার ফলে মোট মৃত্যু বেড়ে হয়েছে ১০,৯৪১। একদিনে করোনা সংক্রমণ কাটিয়ে উঠেছেন ৮,৪০৭ জন। যার ফলে মোট সুস্থতা বেড়ে হয়েছে ৬,৪৪,২০৯।