শনিবার কোন কোন খাবার খেলে শনিদেব সন্তুষ্ট হন।
আমি আমার আগের পোস্ট এ লিখেছিলাম যে কি কি খাবার খেলে শনিদেব রুষ্ট হন।একে বলবো কি কি খাবার খেলে শনিদেবের দৃষ্টি থেকে বাঁচবেন।তাহলে শুরু করছি।
প্রথমে ই যেই নাম টা বলবো সেটি হলো গোলমরিচ।এই গোলমরিচ যদি আপনারা খান তাহলে শনিদেব রুষ্ট হবেন না।
দ্বিতীয় হলো সন্দক লবণ। শনিবার যদি আপনারা রান্নাতে এমনি লবণের পরিবর্তে সন্দক লবণ এর ব্যবহার করলে শনিদেব অত্যন্ত প্রসন্ন হন।
তৃতীয় খাবার হলো বিউলির ডাল।যদি আপনারা শনিবার বিউলির ডাল বা বিউলির ডালের বড়া খান তাহলে শনিদেব খুব ই খুশি হবেন।
চতুর্থ কাচা ছোলা আর গুর।আপনি কাচা ছোলা আর গুর মিশিয়ে শনিদেব কে ভোগ দিন তারপরে সেই খাবার টা আপনি খান।আর অন্যান্য শিশুদেরও খাওয়ান।