WhatsApp এবার প্রতারণার ফাঁদ! টুইট করে গ্রাহকদের সতর্ক করল কলকাতা পুলিস। নেপথ্যে কারা? খতিয়ে দেখছে লালবাজার। লালবাজারের সূত্র জানিয়েছে, কলকাতা পুলিশের গোয়েন্দাপ্রধান সতর্ক করে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে OTP বা ‘কোড নম্বর’ পাঠানো হচ্ছে। এর পর একটি লিংক পাঠিয়ে বলা হচ্ছে তাতে ক্লিক করে ওই কোড যাচাই করে নিতে। ওই OTP শেয়ারও করতে বলা হচ্ছে। যদি কোনও পরিচিত বা অপরিচিত ব্যক্তি ওই লিংক পাঠান, ভুলেও যেন কেউ তাতে ক্লিক না করেন ও ওই লিংক কাউকে ফরওয়ার্ড করা থেকে বিরত থাকেন। কারণ, এই লিংক ক্লিক করলেই সাইবার জালিয়াতরা ওই হোয়াটস অ্যাপের নিয়ন্ত্রণ নিয়ে নেবে।
সাবধান! আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক হতে পারে! পোস্টে দেওয়া ছবিটিতে যে মেসেজ রয়েছে, সেরকম কোনও মেসেজ আপনার ফোনে এলে, অনুরোধ, মেসেজটি ফরওয়ার্ড করবেন না, মেসেজটি খুব পরিচিত কেউ করলেও না। তার কারণ কিছু জালিয়াত এই পদ্ধতিতে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করছে। আমাদের কাছে এই ব্যাপারে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে, সুতরাং আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।
গোয়েন্দারা জানতে পেরেছেন, হোয়াটসঅ্যাপ ইনস্টল করার সময় মেসেজে OTP পাঠানো হয়। হ্যাকার বা সাইবার জালিয়াতরা ওই OTP হাতিয়ে নিয়েও ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের দখল নিয়ে নিচ্ছে। এর আগেও ঝাড়খণ্ডের জামতাড়া গ্যাংয়ের জালিয়াতরা লিংক পাঠিয়ে জালিয়াতি করেছে। এবার নতুন ফাঁদ পেতেছে জালিয়াতরা। গোয়েন্দাদের ধারণা, এর পিছনে জামতাড়া, রাজস্থানের ভরতপুর, এমনকী, বিদেশি গ্যাং থাকাও আশ্চর্যজনক নয়। অনেক সময় কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেও পাঠানো হচ্ছে লিংক। জালিয়াতদের সন্ধান চালানো শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।