মহারণ নন্দীগ্রামে, দিনভর রেয়াপাড়ার বাড়িতেই কাটালেন তৃণমূল সুপ্রিমো
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা তাঁর কাছে নতুন কোন বিষয় নয়। তবে ২০২১ এর রাজ্য বিধানসভা নির্বাচন যে এবার অন্যমাত্রা পেয়েছে সে কথা বলার অপেক্ষা রাখেনা।
নন্দীগ্রাম আসন থেকে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর বিপরীতে এক সময় তাঁর অনুগত সৈনিক বর্তমানে বিজেপি প্রার্থী এবং প্রবল প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী।
তবে অন্যান্য ভোটের মত এবারেও নিজেকে গৃহবন্দী রাখলেন তৃণমূল নেত্রী। নন্দীগ্রামের রেয়াপাড়ার বাড়িতে কাটালেন সকাল থেকে দুপুর। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে এটাই মমতার দস্তুর, কোন নির্বাচনেই তাঁকে বেরতে দেখা যায়না। কালীঘাটের বাড়ির ওয়াররুম থেকেই সবটা পর্যবেক্ষণ করেন। প্রয়োজনীয় নির্দেশ দেন দলীয় নেতৃত্বকে।
এবার নন্দীগ্রাম আসন থেকে লড়াই করছেন বলে রেয়াপাড়ায় বাড়ি ভাড়া করেছেন। গতকাল হাওড়া এবং হুগলি তে প্রচারে গেলেও রাতে ফিরে আসেন রেয়াপাড়ায় অস্থায়ী ঠিকানায়। দিনভর রেয়াপাড়ার বাড়ির সামনে হত্যা দিয়ে পড়ে সংবাদমাধ্যম নাগাল পায়নি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের।