আক্রান্ত মহিলা প্রার্থীরা, পরবর্তী দফা গুলোতে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ কমিশনের
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ তৃতীয় দফার নির্বাচনে একের পর এক আক্রান্ত হয়েছেন প্রার্থীরা। আক্রান্ত হয়েছেন তৃণমূলের সুজাতা মন্ডল এবং বিজেপির পাপিয়া অধিকারী। সুজাতা মন্ডল কে বাঁশ নিয়ে তাড়া করা হয়, অন্যদিকে চড় মারা হয় পাপিয়া অধিকারীকে। মহিলা প্রার্থীদের এহেন আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বিগ্ন নির্বাচন কমিশন। চতুর্থ দফার ভোটের আগে তাই মহিলা প্রার্থীদের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল।
এই অবস্থায় বাকি দফাগুলিতে মহিলা প্রার্থীদের নিরাপত্তায় জোর দিচ্ছে কমিশন। এই মর্মে ভোটমুখী জেলাগুলিকে নির্দেশ পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। যেখানে বলা হয়েছে যে, মহিলা প্রার্থীদের এবার থেকে নিরাপত্তা আরও বাড়াতে হবে।
কমিশন সূত্রে জানা গিয়েছে, মহিলা-পুরুষ নির্বিশেষে ভোটের দিন প্রার্থীরা সাধারণত একজন সশস্ত্র নিরাপত্তারক্ষী পেয়ে থাকেন। কিন্তু শেষ দফায় যেভাবে মহিলা প্রার্থীরা মার খেয়েছেন তা নিয়ে উদ্বিগ্ন কমিশন। আর সেদিকে তাকিয়েই মহিলা প্রার্থীদের নিরাপত্তারক্ষীর সংখ্যা বৃদ্ধি করতে নির্দেশ দেওয়া হয়েছে।