25 C
Kolkata
25 C
Kolkata
শুক্রবার, মার্চ 31, 2023

Work From Home-এর সুযোগ দিচ্ছে কেন্দ্র! WhatsApp-এ পেয়েছেন এই Message ? সত্যিটা কি ?

করোনার সময়ে (Covid-19) বাড়িতে বসেই মিলবে চাকরি। তাও আবার যে সে চাকরি নয়, একেবারে কেন্দ্রীয় সরকারের চাকরি। মাইনে মোটা টাকা । এই তিনটি লাইন পড়লেই যে কেউ চাকরির জন্য হ্যাঁ বলে দেবেন বিশেষ করে বর্তমান সময়ে। বেকার যুবক-যবতীরা তো আগেই হাঁ বলবে । আর এই সুযোগটা নিয়েই চলছে প্রতারণা চক্র। কখনও আবার হ্যাকাররা এইভাবেই অন্যদের ফাঁসাচ্ছে। সম্প্রতি হোয়াটসঅ্যাপে (WhatsApp) এমনই মেসেজ ঘুরে বেড়াচ্ছে ।

দিন যত গড়াচ্ছে, ততই  সোশ্যাল মিডিয়ার অপব্যবহার বাড়ছে । কখনও আকর্ষণীয় অফার, কখনও ভুয়ো চাকরির খবর, কখনও আবার অন্যান্য প্রলোভন দেখিয়ে চলে প্রতারণা। এই পরিস্থিতিতে এবার বাড়ি বসেই সরকারি চাকরির ভুয়ো মেসেজ ছড়িয়ে পড়ল হোয়াটসঅ্যাপে। যা নজরে আসতেই নড়েচড়ে বসল কেন্দ্র। ইতিমধ্যে কেন্দ্রের ‘ফ্যাক্ট চেক’ সংস্থা পিআইবি ইন্ডিয়া এই প্রসঙ্গে টুইটও করেছে।

টুইটে পিআইবি পরিস্কার জানিয়ে দিয়েছে, হোয়াটসঅ্যাপে একটি ভুয়ো মেসেজ ছড়িয়েছে। যেখানে বলা হয়েছে, একটি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে বাড়ি বসেই কাজ করার সুযোগ দিচ্ছে কেন্দ্র। সমস্ত দিক খতিয়ে দেখে বোঝা যাচ্ছে, এই দাবি ভুয়ো। কেন্দ্রীয় সরকার এরকম কোনও ঘোষণা করেনি। এই ধরনের লিঙ্কে ভুলেও ক্লিক করবেন না।

 

করোনা আবহে গোটা দেশে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। কেউ চাকরি হারিয়েছেন , কেউ আবার চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন। তার উপর বেড়ে চলেছে বেকার যুবক-যুবতীর সংখ্যা। এই পরিস্থিতিতে কোনও একটি চাকরির সুযোগও হাতছাড়া করতে চান না কেউই। আর তাই এই ধরনের ফাঁদ পেতে তৈরি থাকে হ্যাকাররা। এমনটাই মত সাইবার বিশেষজ্ঞদের।

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.