এবার করোনা আক্রান্ত প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ কবি শঙ্খ ঘোষ চলে গিয়েছেন করোনার দ্বিতীয় ঢেউয়ের অভিঘাতে
এখনও মন খারাপের রেশ কাটেনি বাঙালির। এরমধ্যেই আবারও একটা দুঃসংবাদ, করোনা আক্রান্ত ঋজুদার স্রষ্টা প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ। তাঁর বয়স হয়েছে ৮৬। অশীতিপর এই লেখকের সংক্রমিত হওয়ার খবরে উদ্বিগ্ন সংস্কৃতিমহল।আপাতত দিল্লির এক হোটেলে কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি।
বেশ কিছুদিন ধরেই সর্দি কাশিতে ভুগছিলেন তিনি। তাছাড়া বয়সের কারণে কিছু অসুস্থতা রয়েছে তাঁর। সামান্য নিউমোনিয়া ধরা পড়েছে। কিন্তু তাঁর স্বাদ গন্ধ সব ঠিক আছে। বাড়িতে সকলে একসঙ্গে কোভিড আক্রান্ত হওয়ায় সামান্য উদ্বিগ্ন তিনি। তবে জানা গিয়েছে, তাঁর শরীর আপাতত স্থিতিশীল। ‘মাধুকারী’, ‘কোজাগর’, ‘অববাহিকা’, ‘বাবলি’ মতো একের পর অসামান্য উপনাস্যের স্রষ্টা তিনি।