24.2 C
Kolkata
24.2 C
Kolkata
মঙ্গলবার, সেপ্টেম্বর 21, 2021

ছড়াচ্ছে অজানা জ্বর , কিভাবে হবে এর চিকিৎসা ? বিশেষজ্ঞ কমিটি গঠন করল স্বাস্থ্য ভবন

কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ

গত তিন চার দিন ধরেই হু হু করে বাংলায় বাড়ছে জ্বরের প্রকোপ । নতুন জ্বরে আক্রান্ত হয়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বহু শিশু হাসপাতালে ভর্তি ।স্বাস্থ্য দফতর আশ্বাস দিয়ে বলছে এটা করোনা নয় , এটা এক ধরনের ভাইরাল ফিভার । বলা হচ্ছে একটা বড় অংশ ই রেসপিরেটরি সেনসিটায়াল ভাইরাস বা আরএসভি- তে আক্রান্ত ।কেন এই জ্বর হচ্ছে ? তার চিকিৎসা কিভাবে হবে ,এইসব জানার জন্য এক বিশেষজ্ঞ কমিটি গঠন করল স্বাস্থ্য ভবন। আট সদস্যের কমিটিতে রয়েছেন একাধিক শিশুরোগ বিশেষজ্ঞ ও ভাইরোলজিস্ট ।

চিকিৎসকরা জানিয়েছেন , যারা হাসপাতালে আসছে তাদের প্রায় সকলেরই প্লেট রেট দ্রুত নেমে যাচ্ছে ।অথচ ডেঙ্গু এমনকি করোনা টেষ্টের রিপোর্ট ও নেগেটিভ আসছে । রোগের উৎস সন্ধানে ইতিমধ্যেই বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ।প্রথমবার এই জ্বর ধরা পড়ার পর প্রায় ১২ দিন কেটে গিয়েছে । জলপাইগুড়ি থেকে সংক্রমণ ছড়াতে ছড়াতে দুই দিনাজপুরে এসে পৌঁছেছে । জানা যাচ্ছে, সাধারন জ্বর নয় , প্লেটলেট ক্রমশ কমতে শুরু করছে শিশুদের ।সেই কারণেই ক্রমশ নেতিয়ে পড়ছে তারা ।করোনার তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে রাজ্যে শিশুদের জন্য স্বাস্থ্য পরিকাঠামো প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর ।

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -
- Advertisement -
- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: