33 C
Kolkata
33 C
Kolkata
শনিবার, অক্টোবর 16, 2021

গুলাবের লেজ থেকে জন্ম নিচ্ছে আরও এক নতুন ঘূর্ণিঝড় , ধেয়ে আসছে রুদ্রমূর্তিতে

কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ

একা গুলাবে রক্ষা নেই । ধেয়ে আসছে আরও এক ঘূর্ণিঝড় “শাহিন “ । শুক্রবারই এই ঝড়ের অনুকূল ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস । গুলাবের লেজ থেকে বৃহস্পতিবার উত্তর-পূর্ব আরব সাগর এবং গুজরাট উপকূলে ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে জানাল মৌসম ভবন । আর তার থেকেই শুক্রবার “শাহিন “তৈরী হতে পারে । আবহবিদরা জানাচ্ছেন , এভাবে একটি ঘূর্ণিঝড়ের লেজ থেকে আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার ঘটনা কার্যত বিরল ।

মৌসম ভবন জানিয়েছে , গুলাবের অবশিষ্টাংশ থেকে আগামী ৩০ শে সেপ্টেম্বর উত্তর পূর্ব -আরব সাগর এবং সংলগ্ন গুজরাট উপকূলে নতুন একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে । জানা গিয়েছে , ২০১৮ সালে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল । ভারতের পশ্চিম উপকূলে তৈরি হওয়া ঘূর্ণিঝড় গাজা তামিলনাড়ু – পুদুচেরি উপকূলে আছড়ে পড়ার পর গভীর নিম্নচাপে পরিণত হয়ে যায় । তার মাত্র একদিনের মধ্যে ফের নতুন একটি নিম্নচাপ তৈরি হয়েছিল গাজার লেজ থেকে । তবে এটির ওপর গভীর পর্যবেক্ষন করছেন আবহবিদরা ।

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -
- Advertisement -
- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: